রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



ভার্চুয়াল জাতীয় যুব সংসদ বাজেট অধিবেশন ২০২১ অনুষ্ঠিত
প্রকাশ: ২০ জুন, ২০২১, ১২:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভার্চুয়াল জাতীয় যুব সংসদ বাজেট অধিবেশন ২০২১ অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ

যুবদের বাজেট ভাবনা নিয়ে অনুষ্ঠিত হলো “জাতীয় যুব সংসদ বাজেট অধিবেশন ২০২১”। রবিবার  (১৯ জুন)  ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে ভার্চুয়াল এই ছায়া সংসদের আয়োজন করা হয়।

ভার্চুয়াল এই আয়োজনে সারা দেশ থেকে নির্বাচিত ও প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫০ জন যুব ছায়া সংসদ এই আয়োজনে অংশগ্রহণ করে। এ ছাড়াও অতিথি আলোচক হিসেবে ছায়া সংসদে অংশ নেন দেশের নীতিনির্ধারনী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম ব্যক্তিত্ব।

এবারের যুব সংসদ বাজেট অধিবেশন মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল।

এতে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী র সাবেক  সচিব আবুল কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর,  ড. আতিউর রহমান,সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের  পার্লামেন্টারী স্ট্যান্ডিং কমিটির সদস্য আরোমা দত্ত, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ ওয়াকার্স পার্টির নেতা মাননীয় সংসদ সদস্য ফজলে হাসান বাদশা, মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টি র নেতা ফকরুল ইমাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থানীতি বিভাগের প্রফেসর এমএম আকাশ,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান অসিফ ইব্রাহিম,  ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট  ফাউন্ডেশনের চেয়ারম্যান (ভাপপ্রাপ্ত) প্রফেসর ড. এমডি শাহ আজম

দিনব্যাপী এই আয়োজনের শুরুতে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর পর্যালোচনামূলক একটি সুপারিশমালা উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার কোরবান আলী। এছাড়াও যুব ছায়া সাংসদ ও অতিথিদের আলোচনায় তুলে ধরবেন বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ।

যুব সরকারি ও বিরোধী দল একমত হয়ে ২০২১-২২ বাজেট নিয়ে যুব প্রস্তাবনা ও সুপারিশসমূহ-
১। যুব উন্নয়নের জন্য বাজেট বৃদ্ধি করা।
২। বেকার যুবদের জন্য বেকার ভাতা প্রদান।
৩। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে (সম্ভব না হলে ভর্তুকি মূলে)  কম্পিউটার, স্মার্ট ফোন ও ইন্টারনেট সেবা প্রদান করা।
৪। সারাদেশে মানসম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য উপযুক্ত বরাদ্দ রাখা।
৫। তরুণদের Covid-19 টিকা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা।
৬। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী,  তৃতীয় লিঙ্গ এবং অন্যান্য প্রান্তিক তরুণদের কর্মসংস্থানের জন্য বাজেট বরাদ্দ করা।
৭। যুবদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সহযোগিতার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা।
৮। ঋণ প্রক্রিয়াকে সহজ করা, ঋণের শর্ত শিথিল করা ও যুব  উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ প্রদান।
৯। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজ প্রদান।
১০। কৃষি খাঁতে যুব উদ্যোক্তাদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা।
১১। শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা নিয়োগের  জন্য অর্থ বরাদ্দ।
১২। শিক্ষা খাতে সারবিকভাবে বরাদ্দ বৃদ্ধি করা।
১৩। জাতীয় যুব কাউন্সিল গঠনের জন্য বরাদ্দ প্রদান করা।
১৪। সবার জন্য খাদ্য নিশ্চিত করার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা।
১৫। যুব ব্যাংক প্রতিষ্ঠার জন্য অর্থ বরাদ্দ করা।
১৬। পরিবেশ ও জলবায়ু খাঁতে বাজেট বৃদ্ধি করা।
১৭। পিছিয়ে পড়া ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা।
১৮। যুব বিষয়ক গবেষণা ও উন্নয়নে “Youth Development Studies Center” প্রতিষ্ঠা করা।

যুব সংসদে স্পীকার ছিলেন  ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) এর নির্বাহী পরিচালক  অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক এবং যুব প্রধানমন্ত্রী ছিলেন তাছকিয়া তামান্না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »