বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মাঠে না থাকলে তো খেলা হবে না: ইসি আনিছুর
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাঠে না থাকলে তো খেলা হবে না: ইসি আনিছুর

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে ইঙ্গিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

কমিশনার বলেছেন, নির্বাচনের এখনো ১৩-১৪ মাসের কাছাকাছি বাকি। এ সময়ে রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। পরিবর্তন দেশে ও বিশ্বে আসতে পারে। তিনি আরও বলেন, মাঠে না থাকলে তো খেলা হবে না। মাঠে না এসে তো কেউ বলতে পারবে না নির্বাচনের পরিবেশ নেই।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন আনিছুর রহমান। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের আগের ১৪ মাসে বিশ্বে ও দেশে অনেক পরিবর্তন আসবে। 

আনিছুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে আসবে। এই কমিশনের পাঁচজনই আশাবাদী সবাই নির্বাচনে আসবে। নির্বাচনে অনেক রকম ক্যালকুলেশন হয়। সেই ক্যালকুলেশন এখনো বাকি আছে। দল জোটবদ্ধ হবে। নির্বাচন যত কাছে আসবে ততই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে।

নির্বাচন খেলায় ইসি সব দলের রেফারি হওয়ার আশা প্রকাশ করে আনিছুর বলেন, আমাদের আশা থাকবে সব দলের রেফারি হিসেবে নির্বাচনে থাকব। সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকব। 

তবে নির্বাচনে সব দলকে আনা ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের দিকেই নজর দেব। কিভাবে ওটা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেব বেশি। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে। তবে সব দলকে নির্বাচনে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হব কিনা জানি না। 

ইসির প্রস্তাবিত ইভিএম প্রকল্প অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প থমকে যায়নি। পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছি। জানুয়ারির মাঝামাঝিও যদি প্রকল্প অনুমোদন হয়, তাহলে প্রকিউরমেন্টে কোনো সমস্যা হবে না। এ প্রকল্পের বাজেট কাটছাঁট হবে- সে রকম কোনো ইঙ্গিত আমরা পাইনি। এটা একান্তই সরকারের সামর্থ্যের ওপর নির্ভর করে। যদি বাজেট কাটছাঁট করা হয় সেই অনুযায়ী ইভিএম সংগ্রহ করব।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধন প্রসঙ্গে জানতে চাইলে কমিশনার আনিছুর বলেন, ব্যস্ততার জন্য বা বিভিন্ন কারণে হয়তো আইন সংশোধনটা একটু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। শিগগিরই আইন মন্ত্রণালয় থেকে একটা সমাধান পাব। তা না হলে দেখব যে কী করা যায়। আইনে আমরা যে সংশোধনী চেয়েছি সেগুলো হলে আমাদের কাজটা আরেকটু সহজ হতো। সংশোধনী না হলেও যে কাজ করতে পারব না, তা নয়। গাইবান্ধা-৫ আসনে ভোট এই আইন থেকেই হয়েছে। সেটা প্রশংসিত হয়েছে। আইন কার্যকর করাই হলো বড় কথা। 

আরপিও সংশোধনে তাগাদা দেওয়ার পরও সাড়া পাওয়া যাচ্ছে না- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের ভরসাস্থল তো আছেই। আমরা যেতে পারি সর্বশেষ রাষ্ট্রপতি পর্যন্ত। তার কাছে বলতে পারব এই জায়গায় ঠেকে আছি। এখনো সেটা আমরা চিন্তা করিনি। 

গাইবান্ধা-৫ আসনের ভোটের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, বন্ধ করা ৫১ কেন্দ্রের বিষয়ে কমিটি প্রতিবেদন দিয়েছে। বাকি ৯৪টি কেন্দ্রের বিষয়ে সুপারিশ করতে কমিটিকে বলেছি। আমি যতদূর জেনেছি বাকি কেন্দ্রগুলোতে অনিয়ম পেয়েছে। রিপোর্ট পেলে বসে সিদ্ধান্ত নেব। 

জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ রাখা কতটুকু চ্যালেঞ্জ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে তফশিল ঘোষণার পরে পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সেক্ষেত্রে মাঠ প্রশাসনে আমরা অতীতেও দেখেছি ব্যাপক পরিবর্তন হয়েছে। আমার মনে হয় সেগুলো সময়ই বলে দেবে কখন কী করব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »