সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



মাঠে না থাকলে তো খেলা হবে না: ইসি আনিছুর
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাঠে না থাকলে তো খেলা হবে না: ইসি আনিছুর

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে ইঙ্গিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

কমিশনার বলেছেন, নির্বাচনের এখনো ১৩-১৪ মাসের কাছাকাছি বাকি। এ সময়ে রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। পরিবর্তন দেশে ও বিশ্বে আসতে পারে। তিনি আরও বলেন, মাঠে না থাকলে তো খেলা হবে না। মাঠে না এসে তো কেউ বলতে পারবে না নির্বাচনের পরিবেশ নেই।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন আনিছুর রহমান। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের আগের ১৪ মাসে বিশ্বে ও দেশে অনেক পরিবর্তন আসবে। 

আনিছুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে আসবে। এই কমিশনের পাঁচজনই আশাবাদী সবাই নির্বাচনে আসবে। নির্বাচনে অনেক রকম ক্যালকুলেশন হয়। সেই ক্যালকুলেশন এখনো বাকি আছে। দল জোটবদ্ধ হবে। নির্বাচন যত কাছে আসবে ততই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে।

নির্বাচন খেলায় ইসি সব দলের রেফারি হওয়ার আশা প্রকাশ করে আনিছুর বলেন, আমাদের আশা থাকবে সব দলের রেফারি হিসেবে নির্বাচনে থাকব। সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকব। 

তবে নির্বাচনে সব দলকে আনা ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের দিকেই নজর দেব। কিভাবে ওটা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেব বেশি। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে। তবে সব দলকে নির্বাচনে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হব কিনা জানি না। 

ইসির প্রস্তাবিত ইভিএম প্রকল্প অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প থমকে যায়নি। পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছি। জানুয়ারির মাঝামাঝিও যদি প্রকল্প অনুমোদন হয়, তাহলে প্রকিউরমেন্টে কোনো সমস্যা হবে না। এ প্রকল্পের বাজেট কাটছাঁট হবে- সে রকম কোনো ইঙ্গিত আমরা পাইনি। এটা একান্তই সরকারের সামর্থ্যের ওপর নির্ভর করে। যদি বাজেট কাটছাঁট করা হয় সেই অনুযায়ী ইভিএম সংগ্রহ করব।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধন প্রসঙ্গে জানতে চাইলে কমিশনার আনিছুর বলেন, ব্যস্ততার জন্য বা বিভিন্ন কারণে হয়তো আইন সংশোধনটা একটু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। শিগগিরই আইন মন্ত্রণালয় থেকে একটা সমাধান পাব। তা না হলে দেখব যে কী করা যায়। আইনে আমরা যে সংশোধনী চেয়েছি সেগুলো হলে আমাদের কাজটা আরেকটু সহজ হতো। সংশোধনী না হলেও যে কাজ করতে পারব না, তা নয়। গাইবান্ধা-৫ আসনে ভোট এই আইন থেকেই হয়েছে। সেটা প্রশংসিত হয়েছে। আইন কার্যকর করাই হলো বড় কথা। 

আরপিও সংশোধনে তাগাদা দেওয়ার পরও সাড়া পাওয়া যাচ্ছে না- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের ভরসাস্থল তো আছেই। আমরা যেতে পারি সর্বশেষ রাষ্ট্রপতি পর্যন্ত। তার কাছে বলতে পারব এই জায়গায় ঠেকে আছি। এখনো সেটা আমরা চিন্তা করিনি। 

গাইবান্ধা-৫ আসনের ভোটের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, বন্ধ করা ৫১ কেন্দ্রের বিষয়ে কমিটি প্রতিবেদন দিয়েছে। বাকি ৯৪টি কেন্দ্রের বিষয়ে সুপারিশ করতে কমিটিকে বলেছি। আমি যতদূর জেনেছি বাকি কেন্দ্রগুলোতে অনিয়ম পেয়েছে। রিপোর্ট পেলে বসে সিদ্ধান্ত নেব। 

জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ রাখা কতটুকু চ্যালেঞ্জ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে তফশিল ঘোষণার পরে পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সেক্ষেত্রে মাঠ প্রশাসনে আমরা অতীতেও দেখেছি ব্যাপক পরিবর্তন হয়েছে। আমার মনে হয় সেগুলো সময়ই বলে দেবে কখন কী করব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »