বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মানবতার এক ফেরিওয়ালা একে এম মিজানুর রহমান তসলিম
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মানবতার এক ফেরিওয়ালা একে এম মিজানুর রহমান তসলিম

স্টাফ রিপোর্টার : মানবতার এক ফেরিওয়ালার নাম একে এম মিজানুর রহমান তসলিম। করোনা ভাইরাসসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। খাদ্যপণ্য ও নগদ অর্থ সহায়তা নিয়ে সহযোগীতা করেছেন।

মিজানুর রহমান তসলিমের সুনাম দেশ ছেড়ে বিদেশেও। একে এম মিজানুর রহমান তসলিম ছাত্র জীবন থেকেই মানুষের সেবায় সম্পৃক্ত। একাধারে সমাজ সেবক, দানবীর এবং অসহায় মানুষের বন্ধু। তার কাছে সাহায্য সহযোগীতার জন্য এসে কেউ ফিরে গেছেন এমন ঘটনা বিরল। নিরহংকারী অত্যন্ত সাদা মনের একে এম মিজানুর রহমান তসলিম ব্যক্তি উদ্যোগে সমাজ ও মানুষের জন্য অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছেন এবং আগামীতে আরো ব্যাপকভাবে গঠনমূলক ও সেবা মুলক কর্মকান্ডে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেন।
একে এম মিজানুর রহমান তসলিম বলেন,আমি জনসেবায় যুক্ত। আমি স্বচ্ছ সুষ্ঠ ন্যয় নীতির আদর্শে বিশ্বাসী। সেই লক্ষ্যে আমি সবার দোয়া ও সমর্থন নিয়ে নিঃস্বার্থভাবে জনসেবায় আত্ননিয়োগ করতে চাই।
তিনি বলেন ,আমি চাই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজীমুক্ত একটি সমাজ। তিনি পবিত্র এই মাহে রমজানে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সাধারণ মানুষের পাশে থাকতে তাদের সুখ দুঃখের অংশিদার হতে পেরে তিনি আনন্দিত। সম্প্রতি এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন।

একজন সফল ক্লিন ইমেজ আর সততা ন্যায়নিষ্টা ও দেশপ্রেমে উজ্জল আলোকিত একজন মিজানুর রহমান তসলিম।
যিনি সর্বাবস্থায় সাধারণ মানুষকে নিয়ে ভাবেন, বাড়িয়ে দেন সাহায্যের হাত। সামাজিকভাবে তাদের এগিয়ে নিতে সাময়িক সহযোগিতার পাশাপাশি মানুষের দারিদ্র বিমোচনে স্থায়ী সমাধান নিয়ে ভাবেন। নিজ এলাকার মানুষের সুখেদুঃখে পাশে থেকে হয়েছেন তাদের স্বপ্নের মহানায়ক।
শুধু সেবাই নয় ধর্মীয়, শিক্ষা, সাংস্কৃতিক সংগঠনসহ দলমত নির্বিশেষে সর্বমহলের দৃষ্টি কাড়তে সক্ষম হন তসলিম।
তিনি একজন ধর্মপরায়ন ব্যক্তি। স্পষ্ট বাদী ও সদালাপী। সদা এক হাস্যোজ্জল মানুষ জুনিয়র ও সিনিয়রদের আস্থাভাজন নির্ভরশীল আদর্শবান সংগঠক ও নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
ন্যায় বিচার, অসহায় মানুষের পাশে থাকা, এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে ও বিভিন্ন সমস্যা সমাধানের এক সহায়ক মানুষ তিনি।
এছাড়াও স্কুল কলেজ মসজিদ, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থেকে শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করে যাচ্ছেন তিনি। নিজ টাকায় লেখা পড়ার সুযোগ করে দিয়েছে অনেককেই।
গরীব ও অসহায় মানুষের ঠিকানায় পরিনত হয়েছেন তিনি। দু হাতে এলাকায় ত্রানসহ দুঃস্থ্যদের সহায়তা করছেন একে এম মিজানুর রহমান তসলিম।
এছাড়া তিনি মাষ্টার আব্দুল গফুর তাহফিজুল কোরআন মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »