
মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
আজ মহামারী করোনা ভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীদের মাঝে সচেতনাতন মুলক আলোচনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, ও সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এর উদ্দোগে জুমা’র নামাজে আগত মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কালে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার ( সার্কেল মেহেন্দিগঞ্জ অঃ দাঃ) মতিউর রহমান, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ তাজেম আলী সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইব্রাহীম মুন্সী সহ স্থানীয় মুসুল্লিগন উপস্থিত ছিলেন। পরে বাদ জুম্মা মহামারী পরিস্থিতি থেকে রক্ষায় দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আঃ মতিন সাহেব।