
মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলার চারদিকে নদী ভাঙ্গানে দিশেহারা মানুষ ছোট হচ্ছে মানচিএ।নদীর ভাঙ্গানে আগ্রাসনে ভিটেমাটি হারা হয়ে পরছে হাজার হাজার মানুষ । নদীগুলোর করাল আগ্রাসনে নিমজ্জিত হতে যাচ্ছে শতবছরের ঐতিহাসিক স্থাপনা, ইতিহাস ও ঐতিহ্য। মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, গ্রস্থান ও হাঁট বাজর ইত্যাদি। নদী ভাঙ্গন রোধে কিছু কিছু এলাকায় সরকারি বরাদ্দ দেওয়া হলে-ও যথাযথ কর্তৃপক্ষের নজরদারি অভাবে ঠিকাদার প্রতিষ্ঠান গুলো মানহীন কাজ করেছেন বলে সাধারণ জনগনের অভিযোগের শেষ নেই, তাহার সুফল মিলছে খুবই সীমিত আকারে। উপজেলার এমন কোন ইউনিয়ন নেই যে নদীর ভাঙ্গন মুক্ত রয়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগন। গত কয়েকদিন নদী বিচ্ছিন্ন অঞ্চল গুলো কিছু দৃশ্য তুলে ধরা হলো।