মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর বাউফল থানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ২৮
প্রকাশ: ২২ অক্টোবর, ২০১৯, ৪:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর বাউফল থানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ২৮

পটুয়াখালী প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী  জনাব আলাউদ্দিন,  এবং  জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী জনাব মোল্লা এমদাদ উল্লাহ  এর নেতৃত্বে অদ্য ২১ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে রাত্র ৮.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল থানাধীন তেতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আরোহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ২৮ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটককৃত অসাধু জেলেরা  (০১) মোঃ কবির ফরাজী (৪০), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০২) মোঃ খোকন ফরাজী (৩৮), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০৩) মোঃ হিরন ফরাজী (৫০), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০৪) মোঃ কামাল(২২), পিতাঃ সৈয়দ আলী, সাং জয়া, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা,(০৫) মোঃ ফয়সাল(২৫), পিতাঃ মোতাহার আলী, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৬) মোঃ সাইদুর ইসলাম(৩০), পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৭) মোঃ নুর ইসলাম(২২), পিতাঃ তরিকুল ইসলাম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৮) মোঃ আনোয়ার হোসেন(২৩), পিতাঃ মোঃ নিছার উদ্দিন, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৯) মোঃ ফরিদ হোসেন(৩৫), পিতাঃ আবুল বাশার, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (১০) মোঃ রুহুল আমিন(২৬), পিতাঃ আঃ রব হাওলাদার, সাং জয়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১১) মোঃ দেলোয়ার হোসেন(২৫), পিতাঃ আব্দুল হাসেম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

(১২) মোঃ জামাল উদ্দিন(৫২), পিতাঃ মৃত ফরিদ উদ্দিন, সাং ৭নং ওয়ার্ড বাতিরখাল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (১৩) মোঃ বশির মাঝি(৪৫), পিতাঃ মৃত মোসলেম খান, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১৪) মোঃ ইউসুফ সরদার(৬৫), পিতাঃ মৃত আবুল হাসেম, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী (১৫) মোঃ রাকিব হোসেন(১৫), পিতাঃ শাহবুদ্দিন সরকার, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (১৬) মোঃ ইউনুচ(১৮), পিতাঃ ইব্রাহিম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (১৭) মোঃ মহসীন হোসেন(২৫), পিতাঃ শাহজালাল আমদী, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ৫০০০/- টাকা হারে অর্থ দন্ড, (১৮) মোঃ জাহিদ(১২), পিতাঃ বশির খাঁ, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১৯)মোঃ হোসেন(১৭), পিতাঃ মোঃ আলতাফ মোল্লা, সাং চরলক্ষী বর্ধন, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল, (২০) মোঃ সোহাগ(১৩), পিতাঃ হানিফ, সাং জয়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (২১) মোঃ রায়হান হোসেন(১৬), পিতাঃ জামাল সরদার, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী (২২) মোঃ জিহাদ হোসেন(১৮), পিতাঃ মেছারুল, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৩) মোঃ সাইফ(১৮), পিতাঃ আবুল বাশার, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (২৪) মোঃ মাকসুদ(১৩), পিতাঃ আনোয়ার, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৫) মোঃ কামরুল ইসলাম(১১), পিতাঃ শাহজালাল, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৬) মোঃ মিরাজ হোসেন(১৪), পিতাঃ মোঃ সিরাজ, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৭) মোঃ রাজিব হোসেন(১২), পিতাঃ মোঃ কয়সের, সাং দেওলা, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ১০০০/- টাকা হারে অর্থ দন্ড ধার্য করেন

এবং (২৮) মোঃ শাহজালাল(১৩), পিতাঃ ইসহাক হাওলাদার, সাং ৭নং ওয়ার্ড হাইস্কুল বাজার, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালীকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ সময় ইলিশ মাছ ধরার কাজে ব্যাবহৃত ১০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এছাড়া, উক্ত অসাধু জেলেদের নিকট থেকে ৫মন মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক
Translate »