রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর বাউফল থানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ২৮
প্রকাশ: ২২ অক্টোবর, ২০১৯, ৪:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর বাউফল থানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ২৮

পটুয়াখালী প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী  জনাব আলাউদ্দিন,  এবং  জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী জনাব মোল্লা এমদাদ উল্লাহ  এর নেতৃত্বে অদ্য ২১ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে রাত্র ৮.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল থানাধীন তেতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আরোহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ২৮ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটককৃত অসাধু জেলেরা  (০১) মোঃ কবির ফরাজী (৪০), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০২) মোঃ খোকন ফরাজী (৩৮), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০৩) মোঃ হিরন ফরাজী (৫০), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০৪) মোঃ কামাল(২২), পিতাঃ সৈয়দ আলী, সাং জয়া, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা,(০৫) মোঃ ফয়সাল(২৫), পিতাঃ মোতাহার আলী, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৬) মোঃ সাইদুর ইসলাম(৩০), পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৭) মোঃ নুর ইসলাম(২২), পিতাঃ তরিকুল ইসলাম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৮) মোঃ আনোয়ার হোসেন(২৩), পিতাঃ মোঃ নিছার উদ্দিন, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৯) মোঃ ফরিদ হোসেন(৩৫), পিতাঃ আবুল বাশার, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (১০) মোঃ রুহুল আমিন(২৬), পিতাঃ আঃ রব হাওলাদার, সাং জয়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১১) মোঃ দেলোয়ার হোসেন(২৫), পিতাঃ আব্দুল হাসেম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

(১২) মোঃ জামাল উদ্দিন(৫২), পিতাঃ মৃত ফরিদ উদ্দিন, সাং ৭নং ওয়ার্ড বাতিরখাল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (১৩) মোঃ বশির মাঝি(৪৫), পিতাঃ মৃত মোসলেম খান, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১৪) মোঃ ইউসুফ সরদার(৬৫), পিতাঃ মৃত আবুল হাসেম, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী (১৫) মোঃ রাকিব হোসেন(১৫), পিতাঃ শাহবুদ্দিন সরকার, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (১৬) মোঃ ইউনুচ(১৮), পিতাঃ ইব্রাহিম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (১৭) মোঃ মহসীন হোসেন(২৫), পিতাঃ শাহজালাল আমদী, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ৫০০০/- টাকা হারে অর্থ দন্ড, (১৮) মোঃ জাহিদ(১২), পিতাঃ বশির খাঁ, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১৯)মোঃ হোসেন(১৭), পিতাঃ মোঃ আলতাফ মোল্লা, সাং চরলক্ষী বর্ধন, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল, (২০) মোঃ সোহাগ(১৩), পিতাঃ হানিফ, সাং জয়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (২১) মোঃ রায়হান হোসেন(১৬), পিতাঃ জামাল সরদার, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী (২২) মোঃ জিহাদ হোসেন(১৮), পিতাঃ মেছারুল, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৩) মোঃ সাইফ(১৮), পিতাঃ আবুল বাশার, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (২৪) মোঃ মাকসুদ(১৩), পিতাঃ আনোয়ার, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৫) মোঃ কামরুল ইসলাম(১১), পিতাঃ শাহজালাল, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৬) মোঃ মিরাজ হোসেন(১৪), পিতাঃ মোঃ সিরাজ, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৭) মোঃ রাজিব হোসেন(১২), পিতাঃ মোঃ কয়সের, সাং দেওলা, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ১০০০/- টাকা হারে অর্থ দন্ড ধার্য করেন

এবং (২৮) মোঃ শাহজালাল(১৩), পিতাঃ ইসহাক হাওলাদার, সাং ৭নং ওয়ার্ড হাইস্কুল বাজার, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালীকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ সময় ইলিশ মাছ ধরার কাজে ব্যাবহৃত ১০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এছাড়া, উক্ত অসাধু জেলেদের নিকট থেকে ৫মন মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »