রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



স্বপ্ন দেখাচ্ছে ভীনদেশী মাছ কোটচাঁদপুরের কেন্দ্রীয় মৎস্য হ্যাচারীতে
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখাচ্ছে ভীনদেশী মাছ কোটচাঁদপুরের কেন্দ্রীয়  মৎস্য হ্যাচারীতে

আব্দুল্লাহ বাশার,ঝিনাইদহ

স্বপ্ন দেখাচ্ছে ভীনদেশী মাছ চীন ও ভিয়েতনাম থেকে আমদানি করা মাছের রেণুর সমৃদ্ধ ভাণ্ডার বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি। চলতি বছর থেকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এ হ্যাচারিতে চায়নিজ কার্পজাতীয় মাছের রেণু উৎপাদন শুরু হয়েছে। প্রথম বছরে মাঠপর্যায়ের মৎস্যচাষীরা সাফল্য পাওয়ায় বিভিন্ন জেলায় কদর বেড়েছে সেগুলোর। বর্তমানে এ হ্যাচারিতে চীন থেকে আমদানি করা সিলভার, বিগহেড ও গ্রাস কার্পের রেণু এবং ভিয়েতনামীয় পাঙাশ, কালবাউশ ও সুবর্ণ রুই মাছ লালন-পালন করা হচ্ছে। আর এ কৃতিত্বের কারণে ৩৮ বছর পর বলুহর হ্যাচারির ললাটে যুক্ত হয়েছে শ্রেষ্ঠত্বের পালক। হ্যাচারি কর্মকর্তারা আশা করছেন, পুরনো ব্রুড মাছের সঙ্গে বিদেশ থেকে আনা মাছ সংযোজন হলে হ্যাচারিতে রেণুর ব্রুড ভাণ্ডার সমৃদ্ধ হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মৎস্যজীবী, হ্যাচারি, নার্সারি মালিক ও সাধারণ মানুষকে উন্নত কার্পজাতীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে ১৯৮৪ সালে কোটচাঁদপুরের বলুহর গ্রামে প্রতিষ্ঠা করা হয় দেশের সর্ববৃহৎ মৎস্য হ্যাচারি কমপ্লেক্সটি। ১০৩ একর আয়তনবিশিষ্ট এ হ্যাচারিতে রয়েছে ৩০টি দৃষ্টিনন্দন পুকুর। ঝিনাইদহ ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজবাড়ী, মেহেরপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার চাহিদা মেটায় এ হ্যাচারির উৎপাদিত রেণু। হ্যাচারির কর্মচারীরা জানান, করোনাকালে বা যেকোনো দুর্যোগের মধ্যেও শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলুহর হ্যাচারিতে। ২০২১-২২ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৪৮ লাখ ১১ হাজার টাকা, সেখানে অর্জিত হয়েছে ৪৮ লাখ ১৫ হাজার টাকা।

আব্দুল হাকিম নামে ঝিনাইদহের নলডাঙ্গা এলাকার এক মৎস্যচাষী জানান, ১৫ বছর বন্ধ ছিল হ্যাচারির প্রশাসনিক ভবন। আবর্জনার স্তূপ পড়ে ছিল চারপাশ। সেগুলো এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুলবাগান গড়ে করা হয়েছে দৃষ্টিনন্দন। ব্রুড উন্নয়নের পাশাপাশি বন্ধ থাকা প্রশাসনিক ভবনটিও সংস্কারের মাধ্যমে চালু করা হয়েছে। ফলে চিরচেনা এক পরিপাটি ভবনে চলে সব দাপ্তরিক কাজ। পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। হাটগোপালপুর এলাকার মৎস্যচাষী সজীব আহম্মেদ বলেন, আমার মতো দক্ষিণাঞ্চলের ১০ জেলার মৎস্যচাষীরা বলুহর হ্যাচারির রেণু নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। অনেক বেকার যুবক পুনর্বাসিত হয়েছেন।

হ্যাচারি ম্যানেজার আশরাফ-উল-ইসলাম জানান, বলুহর কেন্দ্রীয় হ্যাচারি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মানসম্পন্ন রেণু উৎপাদন করে মৎস্যচাষীদের কাছে সুলভ মূল্যে তা বিক্রি করে থাকে। এছাড়া আধুনিক কলাকৌশল ও সর্বশেষ লাগসই প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জ্ঞান দেয়া হয় মৎস্যচাষীদের। ফলে এলাকায় বেকারত্ব হ্রাসের পাশাপাশি ব্যাপক হারে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মৎস্যচাষী, মৎস্যজীবী, হ্যাচারি, নার্সারি মালিক ও সাধারণ মানুষের পুকুরে ৬০ ভাগ রেণু বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি থেকেই যায়। তবে লোকবলের অভাবে কাজকর্ম ব্যাহত হচ্ছে জানিয়ে আশরাফ-উল-ইসলাম বলেন, মোট ২৭টি পদের মধ্যে ১৯টিতেই ফাঁকা পড়ে আছে। গুরুত্বপূর্ণ পদগুলোয় জনবল নিয়োগ করা হলে এ হ্যাচারি রেণু উৎপাদনে আকাশছোঁয়া সাফল্য এনে দিত। তাছাড়া হ্যাচারির অতিপ্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নও জরুরি হয়ে পড়েছে। অনেক ভবন এখনো জরাজীর্ণ হয়ে পড়ে আছে।

এ বিষয় প্রকল্পের পরিচালক আলফাজ উদ্দিন বলেন, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্যাচারি এটি। এখানে দেশী-বিদেশী পোনা উৎপাদন করা হচ্ছে। হ্যাচারির অবশ্য কিছু সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুতই এসব সমস্যার সমাধান করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »