রায়পুরা থানা পুলিশ কর্তৃক ১৭ (সতের) কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার১১ মে ২০২০খ্রিঃ তারিখ সোমবার ২৩:১০ ঘটিকায় জনাব মোঃ তারিক রহমান, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল, নরসিংদী এর নের্তৃত্বে রায়পুরা থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে রায়পুরা থানাধীন মেথিকান্দা এলাকা হতে ১৭ (সতের) কেজি গাঁজা উদ্ধারসহ ৪জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ছবির বামদিক হতে নরসিংদী জেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ১। আমির হোসেন(৪২), পিতা মৃত- উরফান আলী, সাং-খাকচক, ২। নূর মোহাম্মদ (২২), পিতা-সেন্টু মিয়া, সাং-শ্রীরামপুর, ৩। মোঃ কাশেম মিয়া (৩০), পিতা মৃত-সুরুজ মিয়া, ৪। মোঃবাবু(২৩), পিতা মৃত-আঃ ছোবহান, উভয় সাং-নজরপুর, সর্ব থানা-রায়পুরা, জেলা-নরসিংদী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।