২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ফলাফল ১০ মে প্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারনে তা অনিশ্চিত হয়ে যায়। তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক মে মাসেই ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছেন বলে গণমাধ্যমকে জানান।এবারের এস এস সি পরীক্ষায় প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ দিকে এইস এস সি পরীক্ষা ১ লা এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে তা স্থগিত করা হয়। এবারের এইস এস সি পরীক্ষায় ১৩ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিবে। এইস এস সি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।