মনোহরদী প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণে সারা বিশ্ব আজ লন্ডভন্ড। অচেনা এক শত্রুর সাথে নিরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে সারা দুনিয়া। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। জাতির এমন ক্রান্তিলগ্নে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ যাতে নির্বিঘ্নে আসন্ন ঈদ উদযাপন করতে পারে এজন্য আজ (২৩ মে) শনিবার খালিয়া বাইদ দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন (কেডিকেএফ) এর পক্ষ হতে গ্রামের ১২০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান, সামাজিক সম্পর্ক বিভাগ, ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি, ঢাকা’র চেয়ারম্যান ডক্টর মোবারক হোসেন খাঁন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক আকন্দ, নরসিংদী জেলা পুলিশের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।সামগ্রীগুলো বিতরণকালে অতিথিবৃন্দ সংগঠনের সাফল্য কামনা করে বলেন, ‘অরাজনৈতিক সামাজিক এই সংগঠনটি উক্ত গ্রামের দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।’সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত অতিথি ও সম্মানিত মেহমানদের (ঈদ সামগ্রী গ্রহিতা) সাথে সংগঠনের কমিটিদের পরিচয় করিয়ে দেন এবং এর উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়াও তিনি ডোনারদের উদার মনমানসিকতা, প্রবাসী ভাইদের অকৃত্রিম সাহায্যের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা দেশের এই সময়ে সচেতন হউন।
সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।