সাগর বিশ্বাস, ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে কাটছে গৃহবন্দী ঈদ। এর মাঝেই পরিবারের সবাইকে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সবাইকে তিনি আহ্বানও জানিয়েছে, ঘরে থেকে পরিবারকে নিয়ে ঈদের সময় কাটানোর।নিজের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’এর আগে রোববার রাতে তিনি দিয়েছেন এক সারপ্রাইজের ঘোষণা। মঙ্গলবার (২৬ মে) মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। সে উপলক্ষ্যে তিনি এক বিশেষ ঘোষণা দেবেন নিজের ফেসবুক পেজে। যা জানা যাবে রাত ১০টায়।এ কথা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্! খুবই সৌভাগ্যশালী এক রমজান কাটালাম আমরা। আপনারা যেমনটা জানে, ২৬ মে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে, যা সবাই পছন্দ করবেন আমি নিশ্চিত।”বাংলাদেশ সময় রাত ১০টায় আমার ফেসবুক পেজের লাইভে চোখ রাখুন এবং সারপ্রাইজ জানতে পাবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন এবং আমাদের ক্ষমা করুন।’এদিকে নিজের ক্যারিয়ারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতি বছরের একটি করে সেরা অর্জনের কথা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন মুশফিক। এখনও পর্যন্ত জানা গেছে ১৪ দিনের কথা। আজ (সোমবার) রাতে হয়তো ১৫তম দিন নিয়ে বিশেষ কোন ঘোষণা দিতে চলেছেন তিনি।