করোনা পরিস্থিতি মোকাবেলায় সমগ্র বিশ্ব আজ স্তব্দ। যুদ্ধ চলছে অদৃশ্য শক্তির বিরুদ্ধে। করোনা সংক্রামক ব্যাধি । এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ পরিস্থিতি তে সকলে সমগ্র মানবজাতি র জন্য মঙ্গলময় চিন্তা ভাবনা করার বিকল্প নেই। আলোকিত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি নাজমিন সুলতানা তুলি জানিয়েছেন “সকলে এই মুহূর্তে একটু মানবিক হতে হবে । এভাবে ছুটাছুটি আনন্দের সময় এখন নয়”।
উক্ত সংগঠনের সহ-সভাপতি মো:সিরাজুল ইসলাম আরও বলেন, “আমরা সমাজের সকলের সুস্থতা কামনা করি। প্রতি টা মা এবং শিশু র প্রতি আসুন সচেতন হই । যাতে করোনা আর একটি শিশুকেও আক্রমণ করতে না পারে। মানবতার কল্যাণে হোক প্রতিটি সূর্যোদয় এই কামনায় নূতন ভোরের প্রত্যাশায় সকলের প্রতি শুভকামনা।