সাগর বিশ্বাস – ক্রীড়া প্রতিনিধিঃ
ভারত ও বাংলাদেশ এর বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে শ্রীলংকা।করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে ক্রিকেট বন্ধ হয়ে আছে শ্রীলঙ্কায়। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল দেশটিতে। কিন্তু ইংল্যান্ড চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময় থেকে খেলা বন্ধ ঘোষণা করা হয়।
তবে করোনাভাইরাসের প্রভাব কমে যাওয়ায় দেশটিতে লকডাউন উঠিয়ে দেয় দেশটির সরকার।
এমনকি আড়াই মাস পরে আবার ক্রিকেটারদের অনুশীলনের জন্যও অনুমতি দিয়েছে তারা।
জুলাইয়ে ভারত ও বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলনের এই উদ্যেগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।