ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মোকাবিলায় যুদ্ধ করে হলেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি জীবানুর বিরুদ্ধে এ যুদ্ধে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই কাজ করতে হবে। নো মাস্ক, নো ট্রাভিলিং উদ্বোধন ও বিনামূল্যে মাস্ক বিরতন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে কুড়িগ্রাম সদরের ঘোষ পাড়াস্থ গণপরিবহনে কাউন্টার গুলোতে সচেতনতামুলক ফ্যাস্টুন, ও পথচারীদের মাঝে মাস্ক বিরতন করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাজু মোস্তাফিজ, ফজলে ইলাহী স্বপ্ন, একরামুল হক সম্রাট ও তুহিন জামান উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ১ লক্ষ মাস্ক বিতরনের ঘোষণা দেন। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে সামাজিক দূরত্ব পালন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করন, সরকারের নির্ধারিত বাসভাড়া বাস্তবায়নে মনিটরিং কার্য্যক্রম অব্যহত রয়েছে।