May 1, 2024, 3:57 pm
শিরোনাম:
মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী মনোহরদীর সন্তান এ্যাড.কাজী হুমায়ুন কবীর মনোহরদীতে ব্রক্ষ্মপুত্র নদীতে অভিযান ১০টি ম্যাজিক জাল জব্দ মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া পেলেন পিপিএম-সেবা পদক মনোহরদীতে ওকাপের ভবিষ্যৎ কর্মকৌশল শীর্ষক মতবিনিময় সভা মনোহরদীতে শীতার্তদের মাঝে মন্ত্রীপুত্রের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম সীমান্তে অপরাধ দমনে বিজিবি জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ১৬, ২০২৩
  • 182 দেখুন

কুড়িগ্রামে সীমান্তবর্তি এলাকার বিভিন্ন অপরাধ দমন ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

রবিবার ১৬ জুলাই দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’ কাঠগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করেছে বিজিবি।

জনসাধারণের উপস্থিতিতে এ সচেতনামুলক আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালিক মোঃ ইউনুছ আলী, সহকারী কমিশনার (ভূমি), ওসি (তদন্ত) ভুরুঙ্গামারী থানা, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জনসচেতনতামূলক সভায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক মোঃ আব্দুল মুত্তাকিম বলেন, বর্তমানে কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে নানান অপরাধমূলক কর্মকান্ড সৃষ্টি করছে। এছাড়াও ইদানিং ভারত হতে অবৈধভাবে গরু পাচার তুলনামুলক ভাবে বৃদ্ধি পেয়েছে।এ কারনে চোরাকারবারীগণ অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফ এর কাঁটা তারের বেঁড়া কর্তনসহ বিএসএফ সদস্যের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। এতে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে বিজিবির সুসম্পর্ক ক্ষুন্ন হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে দুই প্রতিপক্ষ রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে সীমান্ত এলাকাবাসীদের প্রেষণা প্রদান এবং মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ, ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা নির্মাণ না করা, অপ্রাপ্ত বয়স্ক নাগরিকদের সীমান্ত এলাকায় গমন করতে না দেয়া এবং ভারতের অভ্যন্তরে প্রবেশ করে যে কোন ধরনের অপতৎপরতা পরিহার করা জন্য এলাকাবাসী ও অভিভাবকদের সচেতন করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102