চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রামে মানবতার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ (Cardiology) বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, প্রখ্যাত হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, হাটহাজারীর কৃতী সন্তান, আলহাজ্ব ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। যিনি প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন নির্ভুল ভাবে এমন কি অফিস শেষে পথে ঘাটেও রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডাঃমোহাম্মদ ইব্রাহীম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে বেসরকারী একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। আরও জানা যায়, ইনশাআল্লাহ তিনি এখন অনেক টা সুস্থ হয়ে উঠেছেন তাই সবার কাছে তার পরিবার থেকে দুয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে চট্টগ্রাম বাসীর সেবা দানে নিয়োজিত হতে পারেন।