নরসিংদীর রায়পুরায় শনিবার (১৩ জুন) রাত ০৯:৪৫ ঘটিকায় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। নরসিংদী জেলা পুলিশ তাদের ফেসবুক বার্তায় জানান,রায়পুরা থানায় কর্মরত এসআই অভিজিত চৌধুরী ও এএসআই মোকাদ্দম হোসেনের অভিযান পরিচালনায় করিমগঞ্জ নয়াহাটি এলাকা হতে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, (১) মোঃ আমির হোসেন বাড়ি সাং-করিমগঞ্জ নয়াহাটি,(২) ফরহাদ মৃধা(৩২), পিতা-আবুল খায়ের মৃধা,সাং-করিমগঞ্জ মৃধাবাড়ী, (৩) মোঃ মোমিন মিয়া (৩৬),পিতা-সাইফুল ইসলাম, সাং-আদিয়াবাদ উত্তরপাড়া।
আসামীরা ভয়ানক করোনা ভাইরাস কে উপেক্ষা করে মাদক ব্যবসা করে আসছিল এবং গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা রুজু হয়েছে।