ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চলমান করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষ আজ গৃহবন্দি। অদৃশ্য শক্তির কাছে নতজানু হয়ে খোঁজে মুক্তির আকাশ।জীবন পরিক্রমায় এ-র প্রভাব শুধু মৃত্যুতে ক্ষ্যান্ত নয় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বিশ্বের মানুষ।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এ-ই করোনা পরিস্থিতিতে সারা দেশে স্বেচ্ছায় মানবতার পাশে দাড়ানো মানসিকতা সম্পুর্ণ সকল স্তরের মানুষদের নিয়ে গড়ে তুলতে যাচ্ছে একটি নতুন প্লাটফর্ম।সেই আলোকে আজ দুপুর তিন ঘটিকায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শতভাগ সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কুড়িগ্রাম সদর উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিনিধি প্রধান স্বেচ্ছাসেবকদের নিয়ে শেষ হল মতবিনিময় সভা।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এ-র কুড়িগ্রাম সদর উপজেলা প্রধান এম এ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল মিয়া, এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার নয়টি ইউনিয়নের প্রধানগণ।
আলোচনা সভায় সদর উপজেলা প্রধান মোঃ মুকুল মিয়া বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন হল একটি অরাজনৈতিক সংগঠন।এখানে দলমত নির্বিশেষে এক সাথে মানবতার সেবায় কাজ করাই হল আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সবাই নিজের অবস্থান থেকে এ-ই সংগঠনের ধারাকে সমুন্নত রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন শুধু করোনা মহামারীতে নয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সব রকম প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার আশ্বস্ত করেন তিনি।এ ব্যাপারে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উপজেলা সহঃ প্রধান মমিনুর ইসলাম মামুন (লিগ্যেল এইড) কুড়িগ্রাম শাখা, বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের জীবন সুরক্ষায় সকল ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নেয়া হবে আমাদের উদ্দেশ্য।
এছাড়াও সংগঠনের বিধিনিষেধ ও রাষ্ট্রীয় আইনের প্রতিশ্রদ্ধাশীল হয়ে সকলকে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান তিনি।