জুয়েল ইসলাম শান্ত,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া পুলিশ ফাঁড়ী সংলগ্ন জাপান টোবাক্যে কোম্পানি থেকে প্রায় ১৩ লক্ষ টাকার মূল্যের সিগারেট চুরির ঘটনা ঘটেছে।সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও শহরের পুলিশ ফাঁড়ী সংলগ্ন জাপান টোবাক্যে সিগারেট কোম্পানি গুদাম অবস্থিত। সেখানে প্রতিদিনের ন্যায় অফিসের সকল কার্যক্রম সমাপ্ত করিয়া কর্মকর্তা ও কর্মচারী চলে যায়।
রাত ৩: ৩০ মিনিটে নাইটগার্ড মোবাইল ফোনে খবর দেয় যে অজ্ঞাতনামা চোরেরা হলুদ পিকআপ যোগে চোরেরা আসিয়া অফিসের রুমের তালা ভেঙ্গে ভিতরের নিয়ে যায় রক্ষিত ২ লাখ ৪১ হাজার ২০ টি শলাকা যায় বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। চোরেরা এ সময় তালা ভাঙ্গার যন্ত্র রেখে যায়। সকালে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোম্পানির পরিবেশক মেসার্স মমতাজ স্টিলের প্রোপাইটর আজহারুল ইসলাম জানান, জনৈক চোরের দলের সদস্যরা নাইট গার্ডের অনুপস্থিতি টের পেয়ে অফিসের তালা ভেঙ্গে এ ঘটনাটি ঘটিয়েছে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভি ফুটেজের মাধ্যমে চোরদের আটকের চেষ্টা চলছে।