মনোহরদী থেকে:
নরসিংদীর মনোহরদীতে বিধবা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। আজ মঙ্গলবার (১৬জুন) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে ইউসুকা ফাউন্ডেশন এর অর্থায়নে প্রথমধাপে সামাজিক দুরত্ব বজায় রেখে আটজন মহিলার মাঝে আটটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
মালয়েশিয়ায় ইউসুকা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মো. সৌরভ মনোহরদী উপজেলার সন্তান ও মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউসুকা গ্লোবাল এস ডি এনবি এইচ ডি কোম্পানির কর্ণধার এর নিজস্ব অর্থায়নে ও মনোহরদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন রিপন’র সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দুরত্ব বজায় রেখে সেলাই মেশিনগুলো বিতরণ করেন মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু।
এসময় অন্যান্য আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লায়ন এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফরোজা সুলতানা রুবী, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান হাদিউল ইসলাম, পৌরসভা আওয়ামী সেচ্ছা সেবকলীগ’র যুগ্ন আহবায়ক মো. মাজহার, চন্দনবাড়ি মানবসেবা সংগঠন’র প্রতিষ্ঠাতা মো. রুবেলসহ প্রমুখ।