মনোহরদী থেকেঃ
নরসিংদীর মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। আজ ১৭জুন (বুধবার) সকালে ২০১৯-২০২০ অর্থবছরে খরিপ-১/২০২০-২০২১ মৌসুমে ১শতক জমিতে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে উপকরণ বিতরণ করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন। এছাড়াও তিনি আজ মনোহরদী উপজেলার জামদানী কারিগরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্য আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এনামুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।