মুহাম্মাদ শোরাফ উদ্দিন (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৩ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশ’ ছাড়িয়ে দাঁড়ালো ৫০৩ জনে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়।
এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে। এদিকে নতুন আক্রান্ত ১৮ জন সদর উপজেলার, ১ জন রামগঞ্জ উপজেলার, ২ জন কমলনগর উপজেলার, ১ জন রামগতি উপজেলার ও ১ জন রায়াপুর উপজেলার বাসিন্দা।
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৫০৩ জনের মধ্যে ২৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২৫১ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন আরো জানান, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভার ‘রেড জোন’ চিহিৃত এলাকা গুলো লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রনে সবাইকে লকডাউন মেনে চলার অনুরোধ করেন তিনি।