আবু হানিফ, বাগেরহাট অফিসঃ
বাগেরহাটের শরণখোলায় অতিশ সরকার নামে এক সরকারি কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। বৃহস্পতিবার সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, গত ১৩জুন শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্বর ও চোখের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
এসময় তাকে চিকিৎসার ব্যবস্থা দিয়ে করোনা ভাইরাস সনাক্তের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার ১৮জুন সকালে করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি এখন খুলনা¯’ নিজ গৃহে আইসোলেশনে আছেন।
এছাড়া ওই রিপোর্টের সাথে মোতাসিম বিল্লাহ (৫০) নামে আরো এক ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। তার বাড়ি পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামে হলেও যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারনে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরিক্ষার জন্য নমুনা দেন।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ জন। এদের মধ্যে থেকে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।