সাগর বিশ্বাস – ক্রীড়া প্রতিনিধিঃ
শিরোপা জয়ের লড়াইয়ে আবারও পিছিয়ে পড়ল বার্সেলোনা।গতকাল রাতে লা লীগাই নিজেদের ৩২ তম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ২ – ২ গোলে ড্র করেছে বার্সিলোনা ম্যাচের মাত্র ২০ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে নেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
বিরতির আগ প্রর্যন্ত ১-০ গোলেই এগিয়ে থাকে বার্সিলোন। বিরতি থেকে ফিরে ৫০ মিনিটে স্মোলভ এর গোলে সমতাই ফিরে সেল্টা ভিগো।
এর ১৭ মিনিট পর লুইস সুয়ারেজ এর গোলে আবার এগিয়ে যায় বার্সিলোনা।কিন্তু নির্ধারিত সময় এর ২ মিনিট আগে সেল্টা ভিগো ফরোয়ার্ড আসপাস দুর্দান্ত এক ফ্রি কি ক এ দলকে আবার সমতায় ফেরান। শেষ প্রযন্ত ফলাফল ২-২ থেকে যায়।
৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে বার্সিলোনা লীগ টেবিল এর শীর্ষে অবস্থান করলেও১ ম্যাচ কম অর্থাৎ ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ২ নম্বর এ অবস্থান করছে রিয়াল মাদ্রীদ। রিয়াল আজ জিতলে বা ড্র করলেই শীর্ষ স্থান ছেড়ে দিতে হবে বার্সোলনা কে।
স্কোর ২০’ – সেল্টা ভিগো ০-১ বার্সেলোনা (সুয়ারেজ)৫০’ – সেল্টা ভিগো ১-১ বার্সেলোনা (স্মোলভ)৬৭’ – সেল্টা ভিগো ১-২ বার্সেলোনা (সুয়ারেজ)৮৮’ – সেল্টা ভিগো ২-২ বার্সেলোনা (আসপাস)
ফুল টাইম – সেল্টা ভিগো ২-২ বার্সিলোনা