সাগর বিশ্বাস -ক্রীড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ সময় আজ রাত ২ টায় লা -লীগার গুরুত্বপূর্ণ এটলেটিকা মাদ্রিদ এর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা।লা লীগায় ৩২ ম্যাচে ২১ জয় ও ৬ ড্র এ বার্সিলোনা৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে।
সমাসংখক ম্যাচে ২ পয়েন্ট বেশী অর্থাৎ ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল এর শীর্ষে রিয়াল মাদ্রিদ।বার্সিলোনার জন্য এটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা কোন রকম পয়েন্ট হারালেই শীরোপা জয় থেকে অনেকটাই ছিটকে পড়বে লিওনেল মেসির বার্সিলোনা।জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
৩২ ম্যাচে ১৫ জয় ও ১৩ ড্র নিয়ে এটলিটিকা মাদ্রীদ এর পয়েন্ট ৫৮ রয়েছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। তারা চাইবে ম্যাচ টা জিতে পয়েন্ট টেবিলের তাদের অবস্থান আরো শক্ত করতে।সর্বশেষ দেখায় স্পেনিশ সুপার কাপের ম্যাচে বার্সিলোনা কে হারিয়েছিল দিওগো সিমিয়নের শীর্ষ রা এটা তাদের জন্য অনুপ্রেরণা কারন হতে পারে।
সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা দিওগো কস্তা কে তারা একাদশে পাচ্ছে। দলে নেই কোন ইন্জুরির সমস্যা। তবে লাল কার্ড জনিত নিষেধাজ্ঞার কারনে দলে পাবেন না মিডফিল্ডার কোকে কে।বার্সিলোনা দলে কোন নিষেধাজ্ঞা না থাকলেও রয়েছে ইনজুরির সমস্যা।ইজুরির কারনে ম্যাচে তারা পাবেনা ওসমান ডেম্বেলে,ডি জং কে। জর্ডি আলবা কে নিয়ে ও রয়েছে সংশয়।