ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভারতের আসামের ধুবরী জেলা কারাগারে আটকে থাকা ২৬ জন বাংলাদেশীর একজন বকুল মিয়া (৫৫) মৃত্যু হয়েছে।বকুল মিয়া কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের মৃত ওমর আলীর পুত্র।
জানা যায়,কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের ২৬ জন বাংলাদেশী বৈধ পাসপোর্ট ও তিন মাস মেয়াদের ভ্রমণ ভিসায় ভারতের আসামে যায়।দূর্ভাগ্যক্রমে বিশ্বব্যাপী করোনার প্রকোপ থেকে রক্ষায় আসাম রাজ্য লক ডাউনের আওতায় পড়লে বিপাকে পরে যায় ভুক্তভোগীরা।
এরই ফলশ্রুতিতে দের মাসের বেশি সময় ধরে ধুবরী কারাবাসে আছেন বাংলাদেশের ২৬ জন অধিবাসী। এদের মধ্যে বকুল মিয়া নামে একজন আজ হার্ট এটাকে মৃত্যু বরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌহাটিস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার তানভীর রসুল।