নরসিংদীতে সোমবার (০৬ জুলাই ) দিবাগত রাত ০১:৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় এর নেতৃত্বে বাগহাটা এলাকা হতে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এবং তাদের হতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন (১) সিরাজ মিয়া(৪৫), পিতা মৃত – সোনা মিয়া, (২) ডালিয়া বেগম (২২), স্বামী-অভি মিয়া, পিতা-সিরাজ মিয়া, (৩) মোজাম্মেল মিয়া (২০) পিতা – সিরাজ মিয়া, সর্ব সাং- সাটিরপাড়া, এপি-সাং- উত্তর বাগহাটা (মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা ও জেলা-নরসিংদী ও (৪) হাসান আলী @ হাসুইন্না (৪৫), পিতা মৃত-মনু মিয়া-দক্ষিণ দেওড়া, থানা-পলাশ,নরসিংদী
গ্রেফতারকৃত আসামী সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা, আসামী হাসান আলীর বিরুদ্ধে ইতোপূর্বে ২টি মাদক মামলা, আসামী মোজাম্মেল এর বিরুদ্ধে ইতোপূর্বে ২টি মাদক মামলা রয়েছে।
এ সময় গ্রেফতারকৃতদের নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।