নরসিংদী রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দী বাজার হতে মেরাতুলী গ্রামের প্রধান রাস্তার বেহাল দশা।এলাকাবাসী
দীর্ঘদিন ধরে অনেক কষ্টে যাতায়াত করছে।মেরাতুলী গ্রামে প্রায় (৫০০০) হাজার লোকজনের বসবাস। একটি মাত্র যাতায়াতের রাস্তা।
বৃষ্টি হলেই রাস্তায় কাঁদা ও পানিতে ডুবে যায়। । গ্রামে রাস্তার মাঝখান দিয়ে রেললাইন সংযোগ স্থল। রাস্তার বেহাল দশাতে রেললাইন
পারাপারে ব্যর্থ হয়ে পরে এলাকাবাসী। জানান স্থানীয় এলাকাবাসী।রায়পুরা উপজেলাকৃত পক্ষের দৃষ্টি আকর্ষণ, এলাকাবাসীর দাবি মেরাতুলী গ্রামের এক মাত্র যাতায়াতের বেহাল দশা কাঁচা রাস্তাটি অতি শীঘ্রই যেন মেরামত করে।