লা – লীগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রীদ ও বার্সিলোনা। আজই হয়ে যেতে পারে শিরোপার নিষ্পত্তি। বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় একই সময়ে মাঠে নামবে পয়েন্ট টেবিল শীর্ষ দুই দল। রিয়াল মাদ্রীদ এর প্রতিপক্ষ ভিয়ারিয়াল। রিয়াল মাদ্রীদ এর সামনে সুযো রয়েছে ম্যাচটি জিতে দুই মৌসুম পর শিরোপা পুনউদ্ধারের। এই জিতলে ১ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রীদ।
অন্যদিকে পয়েন্ট টেবিল এর ৫ নম্বরে থাকা ভিয়ারিয়াল ও চাইবে ম্যাচটি জিতে তাদের অবস্থান আরো পোক্ত করতে। কারন তারা যদি ৫ নম্বরে থেকে লীগ শেষ করতে পারে তাহলে চ্যাম্পিয়ন লীগ খেলার সুযোগ থাকবে তাদের সামনে।
বার্সিলোনার সামনে জয় ব্যাতিত অন্য কোন পথ নেই। চ্যাম্পিয়ন হতে হলে প্ররথমত তাদের পরবর্তী ২ ম্যাচ জিততেই হবে,সাথে রিয়াল এর হারতে হবে কমপক্ষে ১ টি ম্যাচ। ৩৬ ম্যাচ খেলে ৮৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল এর শীর্ষ অবস্থান এ রয়েছে ৩৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রীদ।
সমান সংখক অর্থাৎ ৩৬ ম্যাচে রিয়াল মাদ্রীদ এর চেয়ে ৪পয়েন্ট কম ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল এর ২য় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। দুই দলের বাকি আছে আর মাত্র ২ টি ম্যাচ ২ ম্যচের মধ্য ১ টি ম্যাচ জিতলেই অথবা ২ টি ড্র করলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রীদ।
বার্সিলোনার সামনে পথটা একটু কঠিন অনেক টা অসম্ভব ই বলা চলে কারন রিয়াল মাদ্রীদ এর চেয়ে তারা ৪ পয়েন্ট পিছিয়ে। পরবর্তী ২ ম্যাচ তাদের শুধু জিতলেই হবেনা হারতে হবে রিয়াল মাদ্রীদ কে। ম্যাচ ২ টি দক্ষিন এশিয়ার কোন চ্যানেল এ দেখা যাবেনা। বাংলাদেশি দর্শক লাইভ দেখতে পারবে লা- লীগার অফিশিয়াল ফেইসবুক পেজ এ।