বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং( বিজিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শরাফত আলী।বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর হতে এ সংক্রান্ত এক নোটিশ জারি করা হয়েছে।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি’র রেজিস্টার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ বলেন,বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষককে ছাত্র উপদেশ নিয়োগ দেয়া হয়েছে।পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
তার কার্যক্রম শুরুর দিন থেকে কার্যকাল গননা করা হবে। উল্লেখ্য, এর আগে ইংরেজি বিভাগের শিক্ষক কাজী মসিউর রহমান এই পদে বহাল ছিলেন।তার জায়গায় এবার নতুন করে সংযুক্ত হলেন ড. মো. শরাফত আলী।