বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বশেমুরবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস আয়োজন করেছে গ্রীন ভয়েস ফটোগ্রাফি কনটেস্ট-২০২০।
১৬ – ২৭ জুলাই পর্যন্ত চলমান এ কনটেস্টে অংশ নিতে পারবে কেবল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।কনটেস্টে প্রকৃতি, পরিবেশ বা জীবন সংক্রান্ত ছবি জমা দেওয়া যাবে।
পুরস্কার হিসেবে আছে, ১ম পুরস্কার ১৫০০টাকা,২য় ১২০০,৩য় ১০০০,৪র্থ ৮০০ এবং ৫ম ৫০০ টাকা। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সম্মানসূচক সনদ প্রদান করা হবে।
অংশগ্রহণের শর্তাবলী ঃ
১. Green voice – BSMRSTU গ্রুপে ছবি পোস্ট
২.নিজের তোলা ছবি।অন্যের ছবি নিজের নামে চালালে পোস্ট বাতিল করা হবে।
৩. প্রকৃতি, পরিবেশ ও জীবনের ছবি হতে হবে।
৪.একজন প্রতিযোগী একটি পোস্টই করতে পারবে।
৫. ৫০% দর্শক মতামত এবং ৫০% বিচারক নম্বরে ফলাফল ঘোষিত হবে।
ক্যাপশনে Green voice BSMRSTU – photo contest এই হ্যাশট্যাগ দিয়ে লোকেশন, ডিভাইস ও ডিপার্টমেন্ট উল্লেখ করতে হবে।
বিস্তারিত জানতে Green voice – BSMRSTU ফেসবুক গ্রুপের পাতায় চোখ রাখুন।