July 27, 2024, 1:01 am
শিরোনাম:
মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী মনোহরদীর সন্তান এ্যাড.কাজী হুমায়ুন কবীর মনোহরদীতে ব্রক্ষ্মপুত্র নদীতে অভিযান ১০টি ম্যাজিক জাল জব্দ

শেরপুরে ২০ হাজার মানুষ পানিবন্দি,

তাপস কর, ময়মনসিংহ
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ১৯, ২০২০
  • 701 দেখুন

পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমানা ছুঁই ছুঁই করছে। পানি বেড়ে যাওয়ায় শনিবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ বিভাগের শেরপুর সদর উপজেলার তিন ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এর ফলে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সরেজমিন শনিবার দুপুরে দেখা যায়, চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর বেপারীপাড়া, খাসপাড়া টাকীমারী, বাঘলদি, ডাকপাড়া, চুনিয়ারচর সহ ১২ গ্রাম, চরমোচারিয়া ইউনিয়নের হরিনধরা, চরভাবনা, মুন্সীর চর, নলবাইদ, ধাতিয়াপাড়াসহ ওই ইউনিয়নের ৯০ ভাগ, কামারেরচর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর চর, চর সাহাব্দী, বাঘেরচরসহ ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে।

আকস্মিক বন্যায় আউশ আবাদ, সবজি ক্ষেত ও পাট আবাদ পানিতে তলিয়ে গেছে।
শেরপুর জামালপুর সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান ও শিমূলতলী কজওয়ে দিয়ে প্রবলবেগে পানি প্রবাহিত হচ্ছে।

বর্তমানে বিকল্প সড়কে সীমিত আকারে যানবাহন চলছে। কুলুরচর বেপারীপাড়া গ্রামে পানি উঠায় ওই গ্রামের শতাধিক পরিবার পার্শ্ববর্তী জামালপুর শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন।

শনিবার দুপুরে সংসদের হুইপ আতিউর রহমান আতিক নৌকায় বেপারীপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে যান। এসময় তিনি তিন শতাধিক মানুষের হাতে খাবার তুলে দেন।

ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশে তিনি বলেন, কোন চিন্তা করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। সরকার করোনার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্থদের সব রকমের সহযোগিতা করবে।

এসময় তার সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. খোরশেদুজ্জামান বলেন, আমার ইউনিয়নের ৯৮ ভাগ মানুষ পানিবন্দি। তিনি বলেন, হঠাৎ পানি বেড়ে ইউনিয়নের অধিকাংশ বাড়িঘরে পানি উঠেছে। কৃষকের আউশ, পাট ও সব্জী আবাদ ধ্বংস হয়ে গেছে।

কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে আজ খাদ্য দেওয়া হয়েছে। তিনি বলেন, করোনার কারণে মানুষ কর্মহীন। এরমধ্যে বন্যা হওয়ায় ইউনিয়নের মানুষ বেকায়দায় পড়েছেন।

শেরপুর-জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বলেন, পানি এই মূহূর্তে বিপদসীমা স্পষ্ট করেছে। তবে সুখবর হচ্ছে, শনিবার দিনের বেলায় পানি বাড়ার রেট কমেছে।

তিনি বলেন, গত পরশু ২৪ ঘন্টায় ৩৮ সেন্টিমিটার পানি বেড়েছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালে ২০ সেন্টমিটার পানি বেড়েছে। আবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ৪ সেন্টিমিটার বেড়েছে। সম্ভবত পানি আর বাড়বে না

সদর উপজেলার ইউএনও ফিরোজ আল মামুন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে। আপাতত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৫০ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102