খেলার প্রথম ৯ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন সার্জিও রামোস। তারপর ৪৬ মিনিটের সময় গোল পরিশোধ করেন লেগানেসের দলের ব্র্যান গিল আর গোল সমান নিয়ে মাঠ ছাড়তে হয় দু’দলকে।
২ য় অর্ধে ৫২ মিনিটে মার্কো আসেন্সিও রিয়ালের হয়ে ২য় গোলটা করে।তারপর সবাই যেমন নতুন এক লেগানেসকে দেখাতে পায়।
তারা রিয়াল মাদ্রিদকে একটা পর একটা আক্রমণ করতে থাকে। অনেক সুযোগ
পেয়েও কাজে লাগাতে পারেনি। কিন্তু ৭৮ মিনিটের মাথায় রগ্যার আসসালে
কোনো ভুল করেননি বল জালে পাঠাতে।
তার পর যেমন লেগানেস আশার মুখ দেখতে পায়। একবার ও মনে হয়নি দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কত বা পজিশন কত!
রিয়াল মাদ্রিদ সর্ট অন টার্গেট এ মাত্র ৪ বার সর্ট করতে পারে।আর অন্য দিকে লেগানস ৭ বার আক্রমন করে।
৯০ মিনিট পর ২ দলকে ২-২ গোল নিয়ে ফিরতে হয়েছে।
টেবিলের ১৮ নাম্বারে থাকা একটা দল এত ভালো খেলে রিয়াল মাদ্রিদের
মত একটি দলকে ধরাশায়ী করে ফেলতে পারে কেও কল্পনা করতে পারি নি।
খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। খেলা
শেষ এ পয়েন্ট ভাগাভাগি করে দুই দলকে ফিরতে হয়েছে।