দারুন জয়ে ১ ম্যাচ বাকি থাকতেই শিরোপা উৎযাপন করল লিভারপুল।
হাই-ভোল্টেজ ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল।
আর আরেক ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অ্যানফিল্ডে প্রথমার্ধেই নিজেদের প্রভাব বিস্তার করে ফেলে অলরেডরা। ২৩ মিনিটে কেইটার গোলের পর ৩৮ মিনিটে অ্যালেক্সান্ডার আর্নল্ড আর ৪৩ মিনিটে ভেইনালডামের গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল।
অতিরিক্ত সময়ে অলিভার জিরু এক গোল শোধ করলে ৩-১ এর স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ক্লপ শিষ্যরা।
ম্যাচের ৮৪ মিনিটে চেম্বারলেইনের গোলে ৫-৩ গোলের বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
৭ ম্যাচ আগে শিরোপা নিশ্চিত করা লিভারপুলকে
ম্যাচ শেষে শিরোপা তুলে দেয়া হয় ইপিএলের এবারের চ্যাম্পিয়নদের