নরসিংদীর শিবপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসা সেবার মান বাড়াতে স্থানীয় সাংসদ জহিরুল হক ভূইয়া মোহনের ব্যক্তিগত অর্থায়নে শীতাতপ নিয়ন্ত্রিত ২০ বেডের একটি ওয়ার্ড, ৩টি কেবিন, জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটারে মেনিফোল্ড অক্সিজেন (সেন্টাল অক্সিজেন) ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
আজ শানিবার (২৫ জুলাই) সকালে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিদীর সিভিল সার্জন ডা.ইব্রাহীম টিটন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান প্রমুখ ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে করোনা আক্রান্ত সহ অন্যান্য মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।