নরসিংদী মনোহরদীর হেতেমদী নতুন বাজারে প্রতি শনিবার বসছে ভ্রাম্যমাণ কাপড়ের মেলা। গত শনিবার (২৫ জুলাই ২০২০) হতে এই কাপড়ের মেলা চালু হয়েছে। নরসিংদীর বিখ্যাত কাপড়ের হাট মাধবদী ও বাবুরহাট হতে আসা ১৫ টি দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা করেছে এই মেলায়।
মেলায় শিশু ও নারী সব ধরনের জামা-কাপড় নিয়ে এসেছে দোকানীরা। বিশেষ করে থান কাপড়, শাড়ি, লুঙ্গি বিছানার চাদর এবং সবধরনের তৈরি পোশাক সূলভ মূল্যে পাওয়া যাচ্ছে এই মেলায়। প্রথমদিনই প্রচুর নারী ক্রেতার সমাগম ছিল। পুরুষের সমাগম কম থাকায় নারীরা নির্বিঘ্নে কিনতে পেরেছেন তাদের পছন্দের কাপড়। দামেও ছিল সাশ্রয়ী।
মেলায় আসা এক মহিলা ক্রেতা বলেন, দুইটি শাড়ি ও বাচ্চাদের ঈদের পোশাক কিনেছি। দামেও কম মনে হয়েছে। তাছাড়া প্রচুর কাপড় থাকায় পছন্দসই কাপড় কিনতে পেরেছেন বলে জানান অনেকেই।
মেলার আসা বিক্রেতারা বলেন, প্রথম দিন হিসাবে তুলনা মূলকভাবে বেচাকেনা ভাল হয়েছে। আশাকরি বেচাকেনা আগামীদিনে আরও বাড়বে।
বাজার ও মেলা কমিটি জানান, এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার সারাবছর এই মেলা বসবে। খুচরা বিক্রির পাশাপাশি পাইকারিও বিক্রি হবে। বাজার কমিটির লোকজন এটিকে সাপ্তাহিক কাপড়ের হাট হিসাবে বসাতে চাচ্ছেন। এখন সারাদেশে করোনা সংক্রামন থাকায় নিরাপদ দুরত্ব বজায় ও মাস্ক ব্যাবহার করে হাটে কেটাকাটার আহ্বান জানান বাজার ও মেলা কমিটি।