শিক্ষার্থী ও তরুনদের দক্ষতা বৃদ্ধি,বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজ,দক্ষ জনসম্পদ তৈরি,ফ্রি বই পড়ানো সহ নানাবিধ কর্মকাণ্ডের প্রশস্ত এক সংগঠন” আলোর দিশা,বাংলাদেশে”। এই সংগঠনের নতুন সদস্য পদ পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি শাখা)।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিরাজ মাহামুদ ও সাধারন সম্পাদক তানভীর আহমাদ সিদ্দিকী সাক্ষরিত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাসেল মুরাদ।
বশেমুরবিপ্রবি শাখার সভাপতি পদ লাভ করেন ইতিহাসের শিক্ষার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং সাধারন সম্পাদক পদ লাভ করেন আইটিআই বিভাগের মোঃ আল -আমিন।
অন্যান্য পদে নিয়োগ প্রাপ্তরা হলেন- কারিমুল হক( সহ- সভাপতি), এস এম হাসান( যুগ্মসাধারন সম্পাদক),মোঃ সাইদুর রহমান সাইদ( অর্থ সম্পাদক),মোঃ সাব্বির খান(সাংগঠনিক সম্পাদক),মোঃ তরিকুল ইসলাম(সহ- অর্থ সম্পাদক), সজীব শেখ( প্রচার সম্পাদক), রিফাত জামান( দপ্তর বিষয়ক),আনোয়ার হোসেন(মিডিয়া বিষয়ক), দ্বীন ইসলাম(শিক্ষাঋন বিষয়ক), মোঃ মহিবুল্লাহ(লাইব্রেরি বিষয়ক), সাদিয়া হক ঋতু( মানবসম্পদ বিষয়ক), আবুল হাসানাত পিয়াল(তথ্য ও গবেষনা), সাগর শিকদার( প্রকাশনা সম্পাদক) এবং আশা হোসেন দৃষ্টি ( নারী বিষয়ক সম্পাদক)।