ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বন্যাদুর্গত এলাকায় আজকে ৩০০শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ( ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি ডাল, লবন ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, তেল ১ লিটার, নুডলস ৫০০ গ্রাম), খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ জনাব মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি জনাব সাঈদা পারভীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব একেএম ফরিদউল্লাহ, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতিনিধি জনাব নুরুল ইসলাম সুরুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সানোয়ার রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবকবৃন্দ প্রমুখ।