করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। করোনাভাইরাস বৈশ্বিকভাবে ছড়িয়ে পরায় জাপান ১৪০ দেশ থেকে ছাত্র,ব্যবসায়ী এবং প্রশিক্ষণার্থীসহ আবাসিক অনুমোদন পাওয়া অভিবাসীদের সেদেশে প্রবেশ স্থগিত করে। এতে ৯০ হাজারের মতো অভিবাসী দেশটিতে প্রবেশ করার অনুমতি পায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার কারণে যারা জাপানে ঢুকতে পারেনি, তারা ৫ আগস্ট থেকে জাপানে ফেরার আবেদন করতে পারবেন।
সুবিধার আওতায় রয়েছেন, তাদেরকে নিকটবর্তী জাপানি মিশন থেকে পুনঃপ্রবেশের অনুমতিপত্র নিতে হবে। ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা টেস্টের নেগেটিভ ফলাফলসহ আবেদন দাখিল করতে হবে। অন্যান্য ক্যাটগরিতে বিদেশী নাগরিকরা ১ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন।