স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আলোকিত মানুষ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে পথশিশু , ছিন্নমূল, অসহায় মানুষদের নিয়ে । প্রতিদিন দুইশতাধিক পথশিশু, ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে একবেলার আহার দেয়া এই সংগঠনটির নিয়মিত কাজ । তবে সামাজিক অন্যান্য কার্যাদিতেও স্বেচ্ছাসেবী উদ্যোগ নিয়ে নিজেরাই সেবা প্রদান করে থাকেন।
ঈদুল আযহা উপলক্ষ্যে ছিলো এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। পরিচিত যারা কোরবানি করেছে তাদের কাছ থেকে মাংস সংগ্রহ করে ৩০ টা অসহায় মধ্যবিত্ত ভাড়াটিয়া দের মাঝে এই মাংস বন্টন করে দেওয়া হয়। ভলেনটিয়ার কম থাকায় কাজ টি করা কষ্টকর হয়ে যায়।
তবুও সুন্দর ভাবে ই পৌঁছে দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি তে যারা মধ্যবিত্ত তারা অনেক কষ্টে দিন যাপন করছে। অনেকে কর্মহীন হয়ে পরেছে। আবার অনেকে কর্মস্থলে বকেয়া বেতন পাবে। মালিক পক্ষ তাদের ফোন পর্যন্ত তুলছে না এমন ও ঘটনা আছে। এসব মধ্যবিত্ত পরিবারের পরিচয় গোপন রেখে ই উক্ত কোরবানি ‘র মাংস পৌঁছে দেয় সংগঠনটির ভলেনটিয়ারগণ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নাজমিন সুলতানা তুলি বলেন- “আমি নিজেও বাবাকে কিছুদিন হলো হারিয়েছি , আরও কিছু পরিকল্পনা থাকলেও তা সময় এবং মানসিকভাবে করে কুলিয়ে উঠতে পারি নি। সামনের বছর ঈদ গুলো তে আমরা আরও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের সেবা দিয়ে যাব।”
এছাড়া নিয়মিত দুপুরে যেভাবে খাবার দেয়া হয় তা ও দেয়া হয়েছে । এভাবেই যদি ব্যক্তি উদ্যোগ কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সেবা প্রদানের লক্ষ্যে এগিয়ে আসে তাহলে সমাজে সবাই ই একসাথে হাসতে পারবে।