নরসিংদী জেলার মনোহরদীর বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামে আড়িয়াল খাঁ নদীতে গড়ে তোলা হয়েছে ভাসমান রেস্তোরা, নদীর মনোরম পরিবেশ আর ভোজন বিলাসী মানুষের ভোজনরসিকতা কে প্রাধান্য দিয়ে নাম করণ করা হয় ভোজন তরী।
রেস্তোরাঁটি ৩১জুলাই ২০২০ তারিখে মালিকপক্ষ, স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তি এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। সম্প্রতি পাইকান গ্রামে আড়িয়াল খাঁ নদীতে শহীদ শেখ রাসেল সেতু নির্মাণের কাজ সম্পূর্ণও হয়। এতে করে গ্রামের এবং নদীর সৌন্দর্য আরো বেড়েছে।
মানুষের মনোরম পরিবেশে ভোজন চাহিদা ও নদীর সৌন্দর্য বৃদ্ধির কথা চিন্তা করে কয়েক জন তরুণ উদ্যোক্তার সমন্বয়ে নদীতে ভাসমান রেস্তোরাঁ টি তৈরি করা হয়। রেস্তোরাঁটিতে বগুরার দই, ফুসকা,চটপটি,চিকেন আইটেম,বার্গার এবং বিভিন্ন পানীয়সহ প্রায় অনেক ধরনের খাবারের আয়োজন রয়েছে।
রেস্তোরাঁটির মালিক পক্ষের সাথে কথা বলে জানা যায়, এটি তাদের পাচঁজনের একটি যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়,,স্বল্পদামে স্বাস্হ্যসম্মত খাবার আর নদীর সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করা তাদের উদ্দেশ্য। তারা ভবিষ্যৎ এ রেস্তোরাঁটিকে আরো বড় পরিসরে উপস্থাপন করার চেষ্টা করবে।
স্থানীয় লোকজন এবং ঘুরতে আসা প্রকৃতি প্রেমিদের সাথে কথা বলে জানা যায়, চাহিদা অনুযায়ী রেস্তোরাঁটি তাদের বিনোদনের একটি অংশ হয়ে গেছে, খাবার, বিশ্রাম আর নদীর সৌন্দর্য উপভোগ এখন আরো সহজ হয়ে গেছে,সেই সাথে বর্তমান সময়ের অন্যতম চাহিদা ছবি তোলার সুন্দর ব্যাকগ্রাউন্ড টাও তাদের জন্য অনেক আকর্ষণীয়।