গ্যারি কারস্টেনকে কোচ হিসেবে চেয়েছিল বিসিবি। কিন্তু আসেননি। দূর থেকেই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার উপদেশ দিয়েছেন। গতকাল তিনি টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রণে টাইগার ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন কারস্টেন।
সেখানে তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ার, নিজের কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। মুমিনুল, সাব্বির রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমানসহ ছোট-বড় ক্রিকেটারদের স্পষ্ট করেই জানিয়েছেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে ইতিবাচক মানসিকতা রাখতে।
করোনাকালকে ভয় না পেয়ে নিজেদের ব্যক্তিগত দুর্বল জায়গাগুলোতে উন্নতি করার পরামর্শ দেন। কোচিং ক্যারিয়ারে কারস্টেনের কাছে টিমওয়ার্ক ছিল সবার আগে। টিম স্পিরিটের উপর নজরদারি করতে সবসময়ই। গতকাল ভার্চুয়াল মিটিংয়ে মুমিনুলদের জানিয়েছেন, সাফল্য পেতে টিম স্পিরিট জরুরি। বিশ্বকাপজয়ী কোচের পরামর্শ অনুসরণ করতে প্রস্তুত টাইগার ক্রিকেটাররা।
কারস্টেনের পরামর্শ কাজে লাগাতে চেষ্টা করবেন বলেন ২৭ টেস্ট, ১০১ ওয়ানডে ও ২৭ টি-২০ খেলা রুবেল, ‘জাতীয় দলের বাইরে যারা আমরা পুলে আছি, তাদের সঙ্গে কথা বলেছেন। এর আগে ডোমিঙ্গোর সঙ্গে কথা বলেছিলাম। এবার বললাম কারস্টেনের সঙ্গে। তার মতো কিংবদন্তি কোচ আমাদের পরামর্শ দিয়েছেন।
জানিয়েছেন, যে পরিস্থিতিতে ইতিবাচক থাকতে। তিনি তার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। আমি বিশ্বাস করি, এই পরামর্শগুলো শুনলে দিন দিন উন্নতি হবে।’ এনামুল হক বিজয় বলেন, ‘কারস্টেন অনেক কথা বলেছেন সবগুলোই গুরুত্বপূর্ণ। একটি কথা আমার ভীষণ মনে ধরেছে।
তিনি বলেছেন, চ্যাম্পিয়ন দল হতে হলে টিম স্পিরিটের কোনো বিকল্প নেই। টিম মানে শুধু খেলার মাঠে একটি দল নয়, একটি পরিবার। সবাই দায়িত্বশীল হলে সাফল্য পাওয়া সম্ভব।