নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং বিনোদনের নামে অপসংস্কৃতি, বখাটেপনা ও উশৃংখলতা প্রতিরোধে নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু ও তৎসংলগ্ন এলাকায় ৭ ধরণের কার্যক্রম গৃহীত হয়।
১.মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিতকরণ
২. উঠতি বয়সের যুবকদের লাইসেন্সবিহীন মোটর বাইক নিয়ে বাইক রেসিং নিষিদ্ধকরণ ও আইনের আওতায় আনয়ন।
৩. নৌ-যানে সাউন্ড বক্স বাজিয়ে বখাটেপনা নিষিদ্ধকরণ।
৪. অপ্রয়োজনীয়ভাবে ব্রিজে গণজামায়েত নিষিদ্ধকরণ।
৫. নদীর কূল ঘেষে অবৈধ ভাষমান দোকান নিষিদ্ধকরণ।
৬. সন্ধ্যার পরে ব্রিজের দুই প্রান্ত সংলগ্ন হোটেল ও রেস্টুরেন্ট নিষিদ্ধকরণ এবং ব্রিজ ও ব্রিজ সংলগ্ন রাস্তার দুইপাশে সাউন্ডবক্স বাজিয়ে নাচ -গান নিষিদ্ধকরণ
৭. জেলার বিভিন্ন জায়গা থেকে বজরা সাজিয়ে ব্রিজ ও ব্রিজ সংলগ্ন এলাকায় উচ্ছৃঙ্খলতা প্রকাশ নিষিদ্ধকরণ।