প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে ২০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪১ হাজার। খবর এনডিটিভিরে।
জানা গেছে, হালনাগাদ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ২৯০ জনে।এখন পর্যন্ত মারা গেছেন ৪১ হাজার ৬৪৯ জন।
আক্রান্তের হিসাবে তৃতীয় স্থানে থাকা ভারতের সামনে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখের বেশি। তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়িয়ে গেছে।
গত ২৮ জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫ লাখ। এরপর নয় দিনে দেশটিতে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ। গত ৮ আট দিন ভারতে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি।
ভারেতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলোর তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।