বাগেরহাটের শরণখোলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয় অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই।
জাতির প্রত্যেকটি আন্দোলন, সংগ্রামে শেখ মুজিবের পাশে থেকে উৎসাহ, অনুপ্রেরনা ও ত্যাগের কথা স্মরন কওে এক মিনিট নীরবতা পালণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ছয় নারীর হাতে সেলাই মেশিন ও দুস্থ দুই নারীকে নগদ টাকা প্রদান করা হয়।