মহামারী করোনাভাইরাসের প্রদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলার ৪৫ জন খেলোড়ার, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ৪৫ জনের প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়।
শনিবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের হলরুমে বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ করোনায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তিদের হাতে আর্থিক সহয়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ফিরোজুল ইসলাম। অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।