
ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় ৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার (০৮ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হন। আহত তিন জনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।এ রিপোর্ট লিখা পযর্ন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনার পরপরই বাস চালককে আটক করা হয়েছে।