সেনাবাহিনীর সদস্য মোঃ ইসাহাক জামান কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার গত ২৩/০৭/২০২০ ইং তারিখে ১২ দিনের ছুটি গিয়ে নিখোঁজ হয়। এই সংক্রান্তে নিখোঁজ সেনা সদস্য ইসহাকের পিতা নুরুজ্জামান কোতয়ালী মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন।
যশোহর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম ডিবি’র অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সোমেন দাশের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন চাচড়া মধ্যপাড়া আলাউদ্দীন (মনু) এর বসত বাড়ী থেকে গতকাল বিকাল ০৪.৩০ ঘটিকার সময় উদ্ধার করা হয়।
জানা যায়, গোপনে আলাউদ্দীনের মেয়ে সাহারা পারভীন জ্যোতিকে বিবাহ করে আত্মগোপন হয় সৈনিক ইসহাক। কোতয়ালী থানা পুলিশের মাধ্যমে যশোর মিলিটারী পুলিশের নিকট হস্তান্তর করা হয়।