ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদকে মডেল উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে
উপজেলা প্রশাসনের আরাে একটি বড় উদ্যোগ গ্রহণ।
হরিপুর উপজেলা পরিষদের চারিদিকে,হরিপুর বাজার,থানা মােড়, হাসপাতাল,কালিগঞ্জ রােডকে সিসিটিভির আওতায় আনার কাজ চলছে।
হরিপুর উপজেলা আসে পাশে কোন ধরনের গ্যানজাম মারামারি ও ক্রাইম যাতে না হয় এই কারনে লাগানো হচ্ছে সিসিটিভি কেমেরা, মানুষ যাতে খুব শান্তিতে বসবাস করতে পারে, প্রশাসন যাতে খুব বেশি জাগ্রত থাকতে পারে ৷
সিসিটিভি কেমেরা লাগানোর মূল উদেশ্য হলো অপরাধ কমানো এবং উপজেলা পরিষদ কে রোল মডেলেে গড়ে তুলা ৷
এমন একটা উদ্যেগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন হরিপুর উপজেলার স্থানীয় মানুষ ৷
এই সময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম ও অনেকেই ৷