প্রথম লেগে ১-০ গোলে হারায় অলিম্পিক লিওঁর বিপক্ষে আলিয়াঞ্জ অ্যারেনায় জয়ের বিকল্প ছিলনা ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাসের। তবে ম্যাচের ১২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় লিওঁ।
মেমফিস ডিপাইয়ের পেনাল্টি গোলে লিড নেয় সফরকারীরা। তবে বিরতির আগে পিয়ানিচের ফ্রি-কিক ডিপাইয়ের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ৪৩ মিনিটে স্পট কিক থেকে য্যুভেন্টাসকে সমতায় ফেরান রোনালদো। ৬০ মিনিটে রোনালদোর নৈপুন্য ২-১ গোলের লিড নেয় য়্যুভেন্টাস। তবে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর রেকর্ড ১৩০ গোলের দিনেও শেষ রক্ষা হয়নি য়্যুভেন্টাসের। দুই লেগ মিলিয়ে ২-২’এ সমতা হলেও অ্যাওয়ে গোলের সুবাদে শেষ ৮ নিশ্চিত হয় লিওঁর।
আরেক ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে বেশ ফুরফুরে মেজাজেই ছিল প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি। ৯ মিনিটে হেসুসের অ্যাসিস্ট থেকে সিটিজেনদের লিড এনে দেন রাহিম স্টারলিংয়। তবে ২৮ মিনিটে কারিম বেঞ্জামার গোলে সমতা ফেরে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আবারও লিড নেয় সিটি। ৬৮ মিনিটে গোলটি করেন গ্যাবরিয়াল জেসুস। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।